*নিয়োগ বিজ্ঞপ্তি* *বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)*


*পদের নাম*
গবেষণা কর্মকর্তা / রিসার্চ অফিসার

*পদসংখ্যা*
০১
*দায়িত্বের বিবরণ*
• পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণা পরিচালনা করা।
• গবেষণা প্রস্তাবনা লিখন, প্রাথমিক (Primary) ও মাধ্যমিক (Secondary) উৎস থেকে তথ্য সন্ধান এবং পুনরুদ্ধার, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার গ্রহণ, বিভিন্ন গুণগত (Qualititive) এবং পরিমাণগত (Quantative) গবেষণা পদ্ধতি ব্যবহার করা, তথ্য বিশ্লেষণ করা, প্রতিবেদন প্রস্তুত করা এবং উপস্থাপনা করা।
• সরকারি এবং পরিকল্পনা সংশ্লিষ্ট অন্যান্য সংস্থায় উপস্থাপনের জন্য গবেষণালব্ধ সুনির্দিষ্ট, ব্যবহারিক পরিকল্পনা এবং নীতি প্রস্তাবণা তৈরি করা।
• পরিকল্পনার সাথে সম্পর্কিত সেমিনার, কর্মশালা এবং অন্যান্য কর্মসূচী আয়োজনে সহায়তা প্রদান করা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রস্তুত করা।
• উপযুক্ত পরিকল্পনা পেশাজীবীদের সাধে সক্রিয় যোগাযোগ রক্ষা ও সম্পর্ক সম্প্রসারণ করা; এবং গবেষণার স্বার্থে পরিকল্পনা সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও দপ্তর/সংস্থাসমূহের নিয়মিত যোগাযোগ বজায় রাখা।
• বিআইপি কার্যনির্বাহী বোর্ডকে নিয়মিত তথ্য, গবেষণাপত্র এবং জনগুরুত্বপূর্ণ সংবাদের সারসংক্ষেপ সরবরাহ করা।
• পরিকল্পনা সম্পর্কিত প্রাসঙ্গিক কার্যপত্র, প্রতিবেদন, পরিকল্পনা, ডেটা ইত্যাদির ডকুমেন্টেশন করা।
• জ্যেষ্ঠ গবেষক এবং বিআইপি কার্যনির্বাহী বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য উপযুক্ত দায়িত্ব।

*চাকুরীর ধরণ*
*চুক্তিভিত্তিক*
প্রাথমিকভাবে চুক্তির সময়কালঃ এক (০১) বছর (তবে প্রয়োজনীয়তা এবং কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির সময়সীমা বৃদ্ধি হতে পারে)

*শিক্ষাগত যোগ্যতা*
যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিম্মোক্ত যেকোন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রীঃ
নগর ও অঞ্চল/গ্রামীণ পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান, ডেভেলমেন্ট স্টাডিজ সহ সংশ্লিষ্ট যে কোন বিষয়।
*অভিজ্ঞতা*
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই (০২) বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবে সদ্য স্নাতক সম্পন্নকৃত প্রার্থীদেরও আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

*বয়সসীমা*
সর্বোচ্চ ৩২ বৎসর
*অন্যান্য যোগ্যতা*
• গবেষণা প্রস্তাব এবং কার্যপদ্ধতি প্রণয়নে দক্ষতা থাকতে হবে।
• জিআইএস, রিমোট সেস্সিং, ডিজাইন এবং মডেলিং সফটওয়্যার (অটোক্যাড, স্কেচআপ, ফটোশপ এবং ইলাস্ট্রেটর) বিষয়ে জ্ঞান থাকতে হবে।
• তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ কৌশলের দক্ষতা থাকতে হবে।
• প্রতিবেদন প্রস্তুত এবং উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
• মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলসহ বাংলা ও ইংরেজী টাইপিং এবং ই-মেইল ব্যবস্থায় অবশ্যই পারদর্শী হতে হবে।

*বেতন-ভাতাদি*
আলোচনা সাপেক্ষে

*চাকুরীর স্থান*
ঢাকা
*সরাসরি সাক্ষাতকার*
*তারিখ এবং সময়ঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার), বিকাল ৫:৩০ টা*
*স্থান: বিআইপি কার্যালয়*
প্ল্যানার্স টাওয়ার (লেভেল ৭), ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, ঢাকা-১০০০
আবেদনকারীর পাসপোর্টছবি যুক্ত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (সিভি), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র সাক্ষাতকারের সময় সাথে আনতে হবে।